শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ : সরকারি দল

687

সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ. স. ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ দশম দিনে সরকারি দলের এ কে এম ফজলুল হক ও আলী আজম আলোচনায় অংশ নেন।
এবারের নির্বাচনে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দে হাজির হয়ে বিএনপি-জামায়াতের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে ভোট দিয়েছে তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, বিএনপির অন্যায় অত্যাচার ও মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে এই ভয়ে বিএনপির কোন প্রার্থী বা নেতা মাঠে যায়নি।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শিক্ষিত প্রজন্ম করার কাজে মনোনিবেশ করেছেন, কারণ তিনি জানেন দেশকে এগিয়ে নিতে হলে একটি শিক্ষিত জাতি প্রয়োজন। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে ডিজিটালাইজেশন চলছে।
সরকারি দলের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকারের গতিশীল নেতৃত্বে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের খাদ্য উৎপাদন, কৃষি, শিল্প, বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ।
সংসদ সদস্যরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন গতিশীল রাখতে প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান।