বাসস সংসদ-৬ : দেশের ২৫টি নদী পুনঃখনন করা হচ্ছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

167

বাসস সংসদ-৬
নদীর-নাব্যতা
দেশের ২৫টি নদী পুনঃখনন করা হচ্ছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নৌ-পথের নাব্যতা রক্ষায় দেশের ২৫টি নদী পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে মৃত প্রায় ১৩টি নদী রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেসব নদী খনন করা হচ্ছে এগুলো হলো- আড়িয়াল খাঁ নদী, ডাকাতিয়া নদী, ধলেশ্বরী নদী, ভৈরব নদী. তিতাস নদী, যমুনা নদী, ঘাপর নদী, মেঘনা নদী, পালং নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদী, পদ্মা নদী ও তুরাগ নদী।
মৃত প্রায় শুকিয়ে যাওয়া নদী হচ্ছে- কংস নদী, মগড়া নদী, চলতি নদী, দুধকুমার নদী, রক্তি নদী, বাউলাই নদী, রকসা নালার নদী, আড়িয়াল খাঁ নদ, মনু নদী, আত্রাই নদী, বুড়ি নদী, নতুন নদী এবং ময়না কাটা নদী।
বাসস/এমএসএইচ/১৮৫০/বেউ/-অমি