বাসস সংসদ-৫ : জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ১১২টির দরপত্র আহবান করা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

195

বাসস সংসদ-৫
আব্দুল্লাহ-মডেল মসজিদ
জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ১১২টির দরপত্র আহবান করা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১১২টির দরপত্র আহবান করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া প্রকল্পের আওতায় ৩৪৬টি স্থান চূড়ান্ত করা হয়েছে এবং প্রশাসনিক অনুমোদনও প্রদান করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের যে ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করেছে। এই মসজিদগুলো স্থাপনে জেলা পর্যায়ে ৪ তলা ভবনের জন্য প্রায় ১৫ কোটি টাকা এবং উপজেলা পর্যায়ে ৩ তলা ভবনের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, মসজিদগুলো আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাসস/এমআর/১৮৪৫/বেউ/-অমি