বাসস সংসদ-৪ : ডাক্তারদের ফি নির্ধারণে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

125

বাসস সংসদ-৪
ডাক্তার-ফি
ডাক্তারদের ফি নির্ধারণে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চিকিৎসকরা যাতে রোগীর কাছ থেকে ইচ্ছা মতো ফি নিতে না পারেন সে জন্য একটি নীতিমালা প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘রোগীদের কাছ থেকে চিকিৎসকদের ফি নির্ধারণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনপূর্বক একটি নীতিমালা প্রণয়নের চিন্তা-ভাবনা সরকারের রয়েছে।’
সরকারি দলের অপর সদস্য মো. মোজাফফর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ডাক্তারের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্য সেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন।
বাসস/এমএসএইচ/১৮১৫/বেউ/-অমি