জেলা-উপজেলায় বার্ণ ইউনিটের কার্যক্রম সম্প্রসারণ করা হবে : জাহিদ মালেক

185

সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জেলা- উপজেলায় বার্ণ ইউনিটের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি রোগীদের উন্নতমানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানে ৫শ’ শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল চালু করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চাপ কমানোর লক্ষ্যে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালু করেছে।
জাহিদ মালেক বলেন, এছাড়াও ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিটের মাধ্যমে চিকিৎসা বিদ্যমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ণ ইউনিটের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতালে পদ সৃষ্টি করা হয়েছে।