বাসস দেশ-২৪ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার পাবে : পররাষ্ট্রমন্ত্রী

289

বাসস দেশ-২৪ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
প্রধানমন্ত্রীর সফর-পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার পাবে : পররাষ্ট্রমন্ত্রী

এই সম্মেলনকে বাংলাদেশের জন্য সুযোগ হিসাবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আস্থার সঙ্গে বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশের অংশ গ্রহণ বৈশ্বিক পরিমন্ডলে আমাদের অবস্থান ও ভাবমূর্তি দৃঢ় ও উজ্জলতর করবে।’
প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখ থেকে ১৭ ফেব্রুয়ারি সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছবেন। সেখানে তিনি আবুধাবী ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) ‘ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডেক্স- ২০১৯)’- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।
ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরকালে আরও জনশক্তি রপ্তানি এবং রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।’
জনশক্তি রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ফলে তেল-সমৃদ্ধ এই দেশটিতে জনশক্তি রপ্তানির নতুন পথ সুগম হবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার সংযুক্ত আরব আমিরাত।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরকালে বিনিয়োগ সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। শেখ আহমেদ দালমুক আল মাকতুম-এর ব্যক্তিগত কার্যালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি এবং শেখ আহমেদ দালমুক আল মাকতুম-এর ব্যক্তিগত কার্যালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে আরেকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
তিনি বলেন, ‘আমি আশা করি প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশে বিনিয়োগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে পরিকল্পিত আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে নতুন শক্তি সঞ্চার করবে।’
শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেদেশের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাই-রাজ্যের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
শেখ হাসিনা আল-বাহার প্রাসাদে আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পতিœ শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী সফরকারে সেন্ট রেজিস আবুধাবি হোটেলে অবস্থান করবেন এবং সেখানেই প্রবাসিদের একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
প্রধানমন্ত্রী আগামি ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন।
বাসস/টিএ/অনু-এমকে/২০৫০/-আসচৌ