ইফাদের ৪২তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে রোম পৌঁছেছেন অর্থমন্ত্রী

354

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিল এর ৪২তম অধিবেশনে যোগদানের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইতালির রাজধানী রোম পৌঁছেছেন।
আগামীকাল ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, ইতালির নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
এছাড়া, ইতালি আওয়ামী লীগের নের্তৃবৃন্দ এবং প্রবাসি বাংলাদেশীরা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে এবং হোটেলও স্বাগত জানিয়েছেন।
অর্থমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে ১৩ ফেব্রুয়ারি রোমস্থ তিনটি আন্তজাতিক সংস্থা – আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থার প্রধানরা অর্থমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
এছাড়া তিনি ১৩ ফেব্রুয়ারির সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।