বাসস দেশ-৩০ : চট্টগ্রামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন উদযাপন

328

বাসস দেশ-৩০
ফাল্গুন-উদযাপন
চট্টগ্রামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন উদযাপন
চট্রগ্রাম, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চট্টগ্রামে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন উদযাপন করা হয়েছে। বন্দর নগরীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনটি উদযাপনে বিভিন্ন বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে।
এবছর বসন্তের শুরু পহেলা ফাল্গুনকে বিভিন্ন উৎসব ও স্বাগত গান দিয়ে স্বাগত জানানো হয়েছে।
বন্দর নগরীর জনসাধারণ বসন্তের পোষাকে সজ্জিত হয়ে সকাল থেকে রাস্তায় রাস্তায় একে অপরের সঙ্গে আনন্দ বিনিময় করছে।
প্রমা আবৃতি সংসদ সিআরবি শেরেস্তালায় লোকসংগীত, নাচ, কবিতা আবৃতি, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রমা আবৃতি সংসদের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন সিটি মেয়র এজেএম নাসির উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন কবি আবুল মোমেন, চট্রগামে ভারতের এসিস্টেন্ট হাই কমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রের মহাপরিচালক নিতাই কুমার ভট্টাচার্য ও দৈনিক আজাদি’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।
বোধন আবৃতি পরিষদ নগরীর ডিসি হিল চত্বরে আজ সকাল ১০ টায় লোকসংগীত ও নাচের পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। দিনটি উদযাপন করতে ও বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে ডিসি হিল থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর পর্যন্ত মুখরিত করে রাখে হাজার হাজার দর্শনার্থী।
এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ দিন উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
বাসস/অনু-এএএ/২০২১/কেএমকে