বাসস দেশ-২৭ : রাজধানীতে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

163

বাসস দেশ-২৭
অবৈধ স্থাপনা-উচ্ছেদ
রাজধানীতে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস): রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ।
এসময় অবৈধভাবে এলইডি বিজ্ঞাপন প্রচারের দায়ে বনলতা সুইটসকে ৫০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে মেজবান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সাজিদ আনোয়ার জানান, অভিযানের সময় রাস্তা ও ফুটপাত থেকে ৪০০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করে ৫০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম এ রাজ্জাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শফিউল আজম প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৩৭/এএএ