পঞ্চগড়ে কৃতী শিক্ষর্থীদের সংবর্ধনা

343

পঞ্চগড়, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার বোদায় ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের উদ্যোগে উপজেলার বলরামহাট হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার আনঞ্জুমান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহমান, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, প্রত্যাশা ২০২১ ফোরামের উপদেষ্টা ও নিরাপদ সড়ক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।
সংবর্ধনা সভায় উপজেলার ৪২৮ জন পিএসপি ও ২৭ জন জেএসসির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও গোল মেডেল পরিয়ে সংর্বধনা প্রদান করা হয়। এ সময় সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।