বাসস ক্রীড়া-৩ : উরুগুয়ের বিশ্বকাপ দল সুয়ারেজ, কাভানির উপরই নির্ভরশীল

209

বাসস ক্রীড়া-৩
ফুটবল-বিশ্বকাপ
উরুগুয়ের বিশ্বকাপ দল সুয়ারেজ, কাভানির উপরই নির্ভরশীল
প্যারিস, ৩ জুন, ২০১৮ (বাসস) : আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে উরুগুয়ের জাতীয় দলের হেড কোচ ওস্কার তাবারেজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। বরাবরের মতোই এবারও দলের মূল ভরসার নাম লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি।
অভিজ্ঞ এই দুই স্ট্রাইকার একঝাঁক তরুণ উঠতি প্রতিভার সাথে বিশ্বকাপ দলে যোগ দিবেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলে জুভেন্টাসের রডরিগো বেনটানকার, সাম্পদোরিয়ার মিডফিল্ডার লুকাস টোরেইরা ও সেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।
গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার মার্টিন ক্যাসেরাস ও দিয়েগো গোডিন দলে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে আত্মবিশ্বাসী কোচ তাবারেজ। সব মিলিয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ১১জন খেলোয়াড় এবারের দলে সুযোগ পেয়েছেন। এছাড়াও এদের মধ্যে আবার সাতজন আট বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও খেলেছেন। ঐ আসরে উরুগুয়ের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুল-ব্যাক গুইলারমো ভারেলা ও জিরোনা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান স্টুয়ানিও দলে ডাক পেয়েছেন। তবে ফেডেরিকো ভালভার্দে, গ্যাস্টন রামিরেজ ও নিকোলাস লোডেইরো দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি।
আগামী শুক্রবার বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের মোকাবেলা করবে উরুগুয়ে। ১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ শুরু হবে। গ্রুপ-এ’র অপর দুটি দল হচ্ছে সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া।
উরুগুয়ের ২৩ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক : মার্টিন কামপানা, ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা।
ডিফেন্ডার : মার্টিন ক্যারোস, সেবাস্টিন কোটস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।
মিডফিল্ডার : গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রডরিগো বেনটানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।
স্ট্রাইকার : এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি, জোনাথন উরেটাভিসকায়া।
বাসস/নীহা/১৩১০/-স্বব