বাজিস-৫ : ভোলায় হতদরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

218

বাজিস-৫
ভোলা-শাড়ি-বিতরণ
ভোলায় হতদরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
ভোলা, ৩ জুন, ২০১৮ (বাসস) : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলায় আজ রোববার গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা শাখার আয়োজনে সকালে পুলিশ সূপারের কার্যালয়ে প্রায় ৩শ’ দরিদ্রের মধ্যে ঈদের নতুন বস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুনাকের সভানেত্রী ফারজানা তানজীম।
এখানে প্রধান অতিথি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দ যে শুধু বিত্তবানরা করবে এমন নয়। পেশাগত দায়িত্ব পালনের বাইরে সামাজিক দায়বদ্ধতা থেকে ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজকের এ আয়োজন। এছাড়া পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক জনকল্যাণমূলক কাজ করছে। এসময় তিনি সমাজের উচ্চবিত্তদের অসহায়দের জন্য কাজ করার আহবান জানান।
জেলা পুলিশ সূপার মো: মোকতার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সূপার মীর সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সূপার (সদর) শেখ সাব্বির হোসেন, প্রেসক্লাব আহবায়ক এম এ তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান।
বাসস/এইচএএম/আহো/১৩১২/নূসী