বাসস বিদেশ-১ : নাইজেরিয়ায় নির্বাচন পূর্ব সহিংসতায় ৫ জন নিহত

284

বাসস বিদেশ-১
নাইজেরিয়া-ভোট-সহিংসতা
নাইজেরিয়ায় নির্বাচন পূর্ব সহিংসতায় ৫ জন নিহত
ওয়ারি (নাইজেরিয়া), ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে এ ঘটলো।
সোমবার দেশটির পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
ডেল্টা রাজ্য পুলিশ মুখপাত্র অ্যান্ড্রিউ আনিয়ামাকা বলেন, তেল সমৃদ্ধ নগরীর কাছে এফুরুন এলাকার একটি অ্যাপার্টমেন্টে রোববার তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তারা সকলেই ক্ষমতাসিন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি)’র সদস্য।
আনিয়ামাকা বলেন, ‘প্রতিশোধমূলক হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা এটা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’
তিনি আরো জানান, রোববার মধ্যরাতের আগ মুহূর্তে ওই অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুকধারীরা হামলা চালালে তারা নিহত হয়।
তিনি বলেন, ‘তবে বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।’
বাসস/এমএজেড/১০১০/কেএআর