সংরক্ষিত মহিলা আসনে ৪৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী লীগ

190

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদের ৪৩টি সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিল করেছে।
আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষে ৪৩ জন মহিলা সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র একযোগে আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
এ সময়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টি তাদের চার মনোনীত প্রার্থীর তালিকা দিয়েছে। দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সোমবার নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে দলীয় প্রার্থীদের তালিকা জমা দেন।
সোমবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।
সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি একটি ও অন্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্র্থী দিতে পারবে।