মেক্সিকোয় কাউন্সিলর প্রার্থী নিহত

231

ওয়াক্সাকা (মেক্সিকো), ৩ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে এক নারী নগর কাউন্সিল প্রার্থী গুলিতে নিহত হয়েছেন। নির্বাচনের এক মাসেরও কম সময়ের মধ্যে এই হত্যাকান্ড ঘটল।
দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পামেলা তেরান নামের ওই নারী প্রার্থী ওয়াক্সাকা রাজ্যের ক্ষমতাসীন ইন্সটিটিউশনাল রেভোল্যুশনারি পার্টি (পিআরআই)’র প্রার্থী ছিলেন।
এই ঘটনায় আলোকচিত্রী মারিয়া ডেল সোল ক্রুজ ও অপর এক ব্যক্তিও নিহত হন। তারা একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় এ হামলা চালানো হয়।
তার বাবা জুয়ান তেরান তার এলাকার একটি মাদক চক্রের নেতা হিসেবে পরিচিত। তিনি সংঘবদ্ধ অপরাধের দায়ে ২০১৭ সাল থেকে জেলে আছেন।
রাজ্য সরকারের সঙ্গে ক্রুজ কাজ করতেন। হামলায় নিহত অপর ব্যক্তি পামেলার দেহরক্ষী।
এ বছর এখন পর্যন্ত মেক্সিকোয় ৩০ জনের বেশি রাজনীতিবিদ নিহত হয়েছেন।