মিয়ানমারে পার্লামেন্টের ওপর ড্রোন উড়ানোয় ফরাসী পর্যটক গ্রেফতার

257

ইয়াঙ্গুন, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মিয়ানমারের রাজধানী নেপিদোতে পার্লামেন্ট ভবনের উপর দিয়ে ড্রোন বিমান উড়ানোর অভিযোগে এক ফরাসী পর্যটককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ফ্রান্সের দূতাবাস একথা নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
লোকটি মিয়ানমারে ওই সরকারি ভবনের উপর দিয়ে একটি ড্রোন বিমান উড়ানোর চেষ্টা করছিলেন, যা দেশটিতে বেআইনী।
একই অভিযোগে ২০১৭ সালে তিন সাংবাদিক ও তাদের গাড়ির চালকের কারাদ- হয়েছে।
দূতাবাস থেকে বলা হয়েছে, ‘মিয়ানমারে বেড়াতে আসা ওই ফরাসী নাগরিককে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি পার্লামেন্টের ওপর একটি ড্রোন চালাচ্ছিলেন।’
লোকটি এখনো নেপিদোতে আটক রয়েছেন বলে জানায় তারা।
তিনি কি কারণে ওই ড্রোন উড়াচ্ছিলেন তা জানা যায়নি।