নওগাঁয় ছয় মাসে ১৭৬ কোটি ১৪ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ

214

নওগাঁ, ১১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : জেলায় ৩৪টি ব্যাংক ২০১৮-১৯ অর্থ বছরের গত ৬ মাসে কৃষি/পল্লী ঋণ বাবদ মোট ১৭৬ কোটি ১৪ লক্ষ টাকা বিতরণ করেছে। এ বছর এসব ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ৩৭১ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। এ ৬ মাসে ঋণ বিতরণের হার ৪৭ শতাংশ।
লীড ব্যাংক জনতা ব্যাংক নওগাঁ’র ডিজিএম মোঃ জাহিদুর রহমান জানিয়েছেন জনতা ব্যাংকের নেতৃত্বে এ ৩৪টি ব্যাংকের মাধ্যমে ফসল, কৃষিসেচ/যন্ত্রপাতি, ডেইরী/গরু মোটাতাজাকরণ, পোল্ট্রি, মৎস্য, কৃষি পণ্যের প্রক্রিয়া ও বাজারজাত, দারিদ্র বিমোচন এবং অন্যান্য কৃষি খাতে এসব ঋণ বিতরণ করা হয়েছে।
সূত্রমতে ব্যাংক ওয়ারী ঋণ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ও বিতরণের পরিমাণ হচ্ছে জনতা ব্যাংক লিঃ এর লক্ষ্যমাত্রা ছিল ২৯ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। এর মধ্যে এ পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ৮ কোটি ১৮ লক্ষ ৮২ হাজার টাকা। বিতরণের হার শতকরা ২৮ ভাগ।
সোনালী ব্যাংক লিঃ এর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ কোটি ৫৫ লক্ষ টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০ কোটি ৩৩ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ১০৮ ভাগ।
অগ্রণী ব্যাং লিঃ জেলায় ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করে ১৭ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে এ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ৬ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৩৭ ভাগ।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব-এর লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ১৭০ কোটি ১০ লক্ষ টাকা। এর মধ্যে বিগত ৬ মাসে বিতরণ করেছে ৯০ কোটি ২৯ লক্ষ ২০ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৫৩ ভাগ।
বিআরডিবি’র বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ৬ মাসে বিতরণ করেছে ৬ কোটি ৮২ লক্ষ ১৬ হাজার টাকা। এ প্রতিষ্ঠানের বিতরণের হার শতকরা ৩৮ ভাগ।
কর্মসংস্থান ব্যাংকের চলতি অর্থ বছরে ঋণ বিতরণেরলক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ৬ কোটি টাকা। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান ঋণ বিতরণ করেছে ২ কোটি ৬৭ লক্ষ ৭০ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৪৫ ভাগ।
রুপালী ব্যাং লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬৬ লক্ষ টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করেছে ২৩ লক্ষ ৪৭ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৩৬ ভাগ।
প্রাইম ব্যাংক চলতি অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষামাত্রা নির্ধারণ করেছে ৩০ লক্ষ টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করেছে ৪ লক্ষ ৮১ হাজার টাকা। বিতরণের হার শতকরা ১৬ ভাগ।
ইসলামী ব্য্ংাক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৪৪ কোটি ৫০ লক্ষা টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করেছে ২৪ কোটি ৯৬ লক্ষ ৫৬ হাজার টাকা। ঋণ বিতরণের হার শতকরা ৫৬ ভাগ।
মার্কেন্টাইল ব্যাংক লিঃ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত বিতরণ করেছে ৫৩ লক্ষ ১৯ হাজার টাকা। বিতরণের হার শতকরা ১০ ভাগ।
সাউথইস্ট ব্যাংক লিঃ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ কোটি ৮ লক্ষ টাকা। এর মধ্যে এই ৬ মাসে ঋণ বিতরণ করেছে ৬০ লক্ষ ৯৬ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৫৬ ভাগ।
আইএফআইসি ব্যাংক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ২ কোটি ৩৯ লক্ষ টাকা। ঋণ বিতরণের হার শতকরা ৪০ ভাগ।
ইউসিবিএিল চলতি বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫০ লক্ষ টাকা। এর মধ্যে বিগত ৬ মাসে বিতরণ করেছে ২৫ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ৫০ ভাগ।
যমুনা ব্যাংক লিঃ এ অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করেছে ৩৩ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ১১ ভ্গা।
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২০ লক্ষ টাকা। এও পর্যন্ত বিতরণ করেছে ৬ লক্ষ ১০ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৩১ ভাগ।
উত্তরা ব্যাংক লিঃ এর লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৫০ লক্ষ টাকা। এর মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা। বিতরণের হার শতকরা ১৭ ভাগ।
আল আরাফা ইসলামী ব্যাংক-এর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৪ কোটি ২৫ লক্ষ টাকার। এর মধ্যে বিতরণ করেছে ১ কোটি ৮২ লক্ষ ৮ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৪৩ ভাগ।
ন্যাশনাল ব্যাংক লিঃ চলতি অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩২ কোটি টাকা। এ ৬ মাসে ঋণ বিতরণ করেছে ১০ কোটি ৬৭ লক্ষ ৮ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৩৩ ভাগ।
বি সি বি লিঃ-এর চলতি আর্থিক বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৩৫ লক্ষ টাকার। সেখানে এ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ৬১ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ১৭৪ ভাগ।
পূবালী ব্যাংক লিঃ মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ কোটি ১৫ লক্ষ টাকা। এ ব্যাংক এখন পর্যন্ত কোন ঋণ বিতরণ করেনি।
এবি ব্যাং লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৮০ লক্ষ টাকা। এর মধ্যে বিগত ৬ মাসে ঋণ বিতরণ করেছে ৪৩ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ৫৪ ভাগ।
ফাষ্টসিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ চলতি আর্থিক বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ কোটি টাকা। এর মধ্যে এ ৬ মাসে ঋণ বিতরণ করেছে ৬৯ লক্ষ ৩০ হাজার টাকা। ঋণ বিতরণের হার শতকরা ২৩ ভাগ।
সিটি ব্যাংক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫০ লক্ষ টাকা। সেখানে এ ৬ মাসে বিতরণ করেছে ১৩ লক্ষ ৬০ হাজার টাকা। বিতরণের হার শতকরা ২৭ ভাগ।
প্রিমিয়িার ব্যাংক লিঃ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১ কোটি টাকা। এ ৬ মাসে কোন ঋণ বিতরণ করা হয় নি।
এক্সিম ব্যাংক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬ কোটি টাকা। এর মধ্যে বিগত ৬ মাসে বিতরণ করেছে ২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার টাকা। বিতরণের হার শতকরা ৪৯ ভাগ।
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭৫ লক্ষ টাকা। এখন পর্যন্ত এ ব্যাংক কোন ঋণ বিতরণ করে নি।
ডাচ বাংলা ব্যাংক লিঃ চলতি আর্থিক বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১ কোটি ১০ লক্ষ টাকা। এ পর্যন্ত বিতরণ করেছে ৩৫ লক্ষ টাকা। বিতরণের হার শতকরা ৩২ ভাগ।
এনসিসি ব্যাংক লিঃ লক্ষ্যমাত্রা নির্ধ্রাণ করে ৭৫ লক্ষ টাকা। এর মধ্যে এ সময়ে ঋণ বিতরণ করেছে ১৭ লক্ষ টাকা। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২৩ ভাগ।
সোসাল ইসলামী ব্যাংক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২ কোটি ৭৫ লক্ষ টাকা। এর মধ্যে এ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ১ কোটি ৪৩ লক্ষ ৫ হাজার টাকা। ঋণ বিতরণের হার শতকরা ৫২ ভাগ।
ব্র্যাক ব্যাংক লিঃ এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২ কোটি ৩০ লক্ষ টাকা। এর মধ্যে এ সময়ে এ ব্যাংক ঋণ বিতরণ করেছে ১ কোটি ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা।
এবং ব্যাংক এশিয়া লিঃ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭৫ লক্ষ টাকা। তার মধ্যে এ সময়ে বিতরণ করেছে ৬৫ লক্ষ ৩৫ হাজার টাকা। এ ব্যাংকের ঋণ বিতরণের হার শতকরা ৮৭ ভাগ।
অপরদিকে আইসিবি ইসলামী ব্যাংক লিঃ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ এবং দি ফারমার্স ব্যাংক লিঃ কোন ঋণ বিতরণের কার্যক্রম হাতে নেয়নি।