বাসস দেশ-২২ : বাগেরহাটে এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কলরি উদ্ধার

711

বাসস দেশ-২২
বাগেরহাট-ট্যাঙ্কলরি উদ্ধার
বাগেরহাটে এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কলরি উদ্ধার
বাগেরহাট, ২ জুন, ২০১৮ (বাসস) : বাগেরহাটে সড়ক দুর্ঘটনার শিকার যমুনা এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কলরি আজ উদ্ধার করা হয়েছে।
যমুনা এলপিজি মোংলা গ্যাস প্লান্টের ব্যবস্থাপক প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই ট্যাঙ্ক এবং লরি উদ্ধার করা হয়। ট্যাঙ্কটি অন্য একটি লরিতে বহন করে মোংলায় যমুনার গ্যাস প্লান্টে নিয়ে যাওয়া হয়। আর ওই লরিটি স্থানীয় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ট্যাঙ্কলরিতে সাড়ে ১৭ টন এলপিজি গ্যাস ছিল।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের বাগেরহাট জেলার রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় ওই ট্যাঙ্কলরিটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় ওই লরির চালক এবং তার সহযোগী আহত হয়। আহত চালক মো. করিমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় সহকারি মো. করিমকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্যাঙ্ক ফেটে সামান্য এলপিজি গ্যাস ওই এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। বড় কোন দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে মাইকিং করে এলাকাবাসীকে আগুন না জ্বালানোর জন্য পরামর্শ দেয়া হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. মাসুদ সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস বাগেরহাট ও খুলনার চারটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২১১০/-শহক