বাসস ক্রীড়া-১৪ : লিওন্দোস্কির জোড়া গোলে ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান কমাল বায়ার্ন

290

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-জার্মানি-বুন্দেসলীগা
লিওন্দোস্কির জোড়া গোলে ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান কমাল বায়ার্ন
বার্লিন, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : বুন্দেসলীগায় তালিকার শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে পাঁচে নামিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার অনুষ্ঠিত ফুটবল লীগের ম্যাচে রবার্ট লিওন্দোস্কির জোড়া গোলে শালকে-৪ এর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে তারা।
আগের শনিবার লেভারকুজেনের কাছে ৩-১ গোলের দুঃখজনকভাবে হেরে যাওয়া বায়ার্ন কোচ গতকালের এই জয়ের পর বলেন, ‘প্রথমার্ধে আমরা সত্যি ভাল করেছি। এভাবে আমরা দ্বিতীয়ার্ধে এগিয়ে যাই। বড় ব্যবধানেই আমরা এই জয়ের দাবিদার।’
এরআগে অনুষ্ঠিত আরেক লীগ ম্যাচে হোফেনহেইম সফরে গিয়ে ৩-৩ গোলে ড্র করেছে শীর্ষ পয়েন্টধারী ডর্টমুন্ড।
গতকাল মিউনিখের আলিয়াঞ্জ এ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটের সময়ই আত্মঘাতী গোলের সুবাদে শালকের বিপক্ষে লিড পায় বায়ার্ন। নবাগত খেলোয়াড় জেফ্রি ব্রাউমা নিজেদের জালে বল জড়িয়ে দিলে এগিয়ে যেতে সক্ষম হয় বায়ার্ন (১-০)।
তবে ২৫ মিনিটের সময় তার্কিশ আন্তর্জাতিক আহমেদ কুটুকু প্রতি আক্রমণ থেকে বায়ার্নের গোল রক্ষক সেভেন উলরিচকে পরাস্ত করলে সমতায় ফিরে আসে শালকে (১-১)। বৃদ্ধাঙ্গুলের ইনজুরির কারণে নিয়মিত গোল রক্ষক ম্যানুয়েল নায়ারের পরিবর্তিত হিসেবে মাঠে নেমেছিলেন উলরিচ।
৯০ সেকেন্ডের ব্যবধানে ফের বায়ার্নকে লিড এনে দেন পোল্যান্ডের স্ট্রাইকার লিওন্দোস্কি। এ্যালিয়েঞ্জ এরেনায় শততম গোলটি করে বায়ার্নকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৫৭ মিনিটের সময় লিওন্দোস্কির চমৎকার যোগান থেকে সার্জি জিনাব্রের গোলে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় বায়ার্ন (৩-১)।
বাসস/এএফপি/এমএইচসি/২০১৫/স্বব