সিরিয়ায় মার্কিন সমর্থিত বাহিনীর সঙ্গে আইএসের তুমুল যুদ্ধ

214

বৈরুত, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে মার্কিন সমর্থিত বাহিনীর তুমুল লড়াই চলছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ইরাকের সীমান্তবর্তী আইএসের সর্বশেষ ঘাঁটি পুর্নদখলে শনিবার তাদের চূড়ান্ত লড়াই শুরু করে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর খবরে বলা হয়েছে, রোববার সকালেও উভয়পক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল। জোট বাহিনী আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আব্দেল রহমান জানান, উভয়পক্ষে তীব্র লড়াই চলছে।
এসডিএফ সিরিয়ার পূর্বাঞ্চল থেকে আইএসকে হটাতে গত সেপ্টেম্বরে তাদের অভিযান শুরু করে। এরপর থেকে ইউফ্রেতিস নদীর পূর্ব পাড়ে আইএস দখলকৃত এলাকা ক্রমেই ছোট হয়ে আসে।
এসএডিএফ মুখপাত্র মুস্তফা বালি জানান, এখনও ৬শ জিহাদী ভেতরে রয়ে গেছে। যাদের অধিকাংশই বিদেশী।