বাজিস-৩ : মাইজপাড়া ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

136

বাজিস-৩
নড়াইল-ক্রীড়া প্রতিযোগিতা
মাইজপাড়া ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নড়াইল, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সদর উপজেলার মাইজপাড়া ডিগ্রী কলেজের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে মাইজপাড়া ডিগ্রী কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, বিশেষ অতিথি ছিলেন মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছলেমান মোল্যা, গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সিকদার, আমজাদ হোসেন বিশ^াস, চিকিৎসক সদস্য ডা. এম এম আলাউদ্দিন, অভিভাবক সদস্য ডা. ফকরুদ্দিন আহম্মদ, এসএম ফারুক আহম্মেদ, মোঃ আনিচুর রহমান, প্রাক্তন সদস্য রবীন্দ্রনাথ বিশ^াস, মুজিবুর রহমান মোল্যা, মোকাদ্দেস হোসেন মোল্যা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণপদ সাহা এবং পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ^াস।
দু’দিনব্যপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় লম্বা লাফ, দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বর্ষা নিক্ষেপ, চাটকি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, হাড়িভাঙ্গা, মেধা যাচাই, চামচ নিয়ে দৌড়, বালতিতে বল নিক্ষেপ, ক্রিকেট, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০০০/নূসী