ইউক্রেনে নির্বাচনের প্রাক্কালে পোরোশেঙ্কোর সমালোচনা নির্বাসিত ইয়ানুকোভিচের

248

মস্কো, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ পশ্চিমাপন্থী তার উত্তরসূরি পেত্রো পোরোশেঙ্কোর কঠোর সমালোচনা করে বলেন, আগামী মাসের নির্বাচনে তিনি জালিয়াতি করার পরিকল্পনা করছেন। ইয়ানুকোভিচ ২০১৪ সালে রাশিয়ায় পালিয়ে যান। খবর এএফপি’র।
মস্কোতে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আসন্ন এ নির্বাচনে জালিয়াতি ছাড়া পোরোশেঙ্কোর জয়লাভ করা অসম্ভব।’ তিনি আরো বলেন, ইউক্রেন কর্তৃপক্ষ এটা করতে সম্ভাব্য সকল শক্তি ব্যবহার করবে।
তবে তিনি সতর্ক করে বলেন, এ পদে দ্বিতীয় মেয়াদে পোরোশেঙ্কোর বিজয় ইউক্রেনের জন্যে নজিরবিহীন পরিণতি বয়ে আনবে।
তবে তিনি বলেন, ইউক্রেনে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীর পক্ষ নেবেন না।
গত মাসে কিয়েভের একটি আদালত রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় ইয়ানুকোভিচকে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতেই তাকে ১৩ বছরের কারাদন্ড দেয়। ২০১৪ সালে সংকট চলাকালে ইউক্রেনে সৈন্য পাঠাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আহ্বান জানানোর দায়ে তাকে এ সাজা দেয়া হয়।
বুধবার ইয়ানুকোভিচ এ সাজার নিন্দা জানিয়ে বলেন, এক্ষেত্রে কোন আইন মানা হয়নি। কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী তাকে এভাবে সাজা দেয়া হয়েছে।