বাসস বিদেশ-৩ : আলাবামায় কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না : এটর্নী জেনারেল

317

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-অপরাধ
আলাবামায় কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না : এটর্নী জেনারেল
ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বন্দুকধারী সন্দেহে এক কৃষ্ণাঙ্গ তরুণকে  গুলি করে হত্যা করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হবে না। মঙ্গলবার রাজ্যের এটর্নী জেনারেল একথা জানান।
গত বছরের ২২ নভেম্বর আলবামা অঙ্গরাজ্যের হুভারের একটি শপিং মলে এক পুলিশ কর্মকর্তা এমান্টিক ‘ই.জে.’ ব্র্যাডফোর্ড (২১) নামের এক যুবককে তিনবার গুলি করে। এতে তার মৃত্যু হয়।
এই হত্যাকা-ের প্রতিবাদে মানবাধিকার কর্মীরা ব্যাপক আন্দোলন করেন এবং ওই পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন।
খবর এএফপি’র।
আলাবামার এটর্নী জেনারেল স্টিভ মার্শালের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, একটি জনাকীর্ণ শপিং মলে গুলির শব্দ পেয়ে পুলিশ বন্দুকধারী সন্দেহে ব্র্যাডফোর্ডকে গুলি করে।
প্রকৃতপক্ষে ব্র্যাডফোর্ড ওই গুলির ঘটনার সাথে জড়িত ছিল না।
প্রতিবেদন বলা হয়, তবে একজন পুলিশ সদস্য ব্র্যাডফোর্ডকে অস্ত্রহাতে দৌড়াতে দেখেই তাকে গুলি করেন।
প্রতিবেদনটিতে ওই পুলিশ সদস্যকে ‘অফিসার ১’ হিসেবে সনাক্ত করা হয়।
এটর্নী জেনারেল বলেন, ‘অফিসার ১ তার ক্ষমতাবলে কর্তব্য পালনের অংশ হিসেবে ই.জে. ব্র্যান্ডফোর্ডকে গুলি করেছে।’
তিনি আরো বলেন, ‘অফিসার ১ ই.জে. ব্র্যাডফোর্ডকে নিরপরাধ মানুষের জীবনের জন্য হুমকি মনে করে তাৎক্ষণিকভাবে তাকে গুলি করার সিদ্ধান্ত নেন।’
তিনি বলেন, ‘আলাবামা আইনে এটা কোন অপরাধ নয়।’
ঘটনার পর ২০ বছর বয়সী এক ব্যক্তিকে পরে গ্রেফতার করে তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়।
ওই ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়।
বাসস/কেএআর/১০৩০/এমএজেড