বাসস দেশ-২৪ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

319

বাসস দেশ-২৪
দুর্ঘটনা-হতাহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
গোপালগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : জেলায় এক সড়ক দুর্ঘটনায় আজ ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত ও অপর আটজন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন। বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেসিক ব্যাংক কর্মকর্তাসহ ওই দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা হলেন- বেসিক ব্যাংক, কোটালীপাড়া শাখার ক্যাশ অফিসার নুরুল ইসলাম (৪০) ও মোমেনা বেগম (২৫)।
নূরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্ল¬ার ছেলে। গ্রামের বাড়ি থেকে তিনি কোটালীপাড়া কর্মস্থলে যাচ্ছিলেন।
নিহত মোমেনা পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্ল¬ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী জানান, বাস চালানোর সময় চালক মোবাইলে কথা বলছিলেন। কোন কারণ ছাড়াই হঠাৎ করে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০০৫/-জেজেড