পৃথিবী পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

624

জিউকুয়ান, ২ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): চীন পৃথিবী পর্যবেক্ষণে গাওফেন-৬ নামের নতুন একটি স্যাটেলাইট শনিবার উৎক্ষেপণ করেছে। এ স্যাটেলাইট প্রধানত: কৃষিজাত সম্পদ গবেষণা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হবে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, চীনের উত্তরপশ্চিমে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় দুপুর ১২ টা ১৩ মিনিটে লং মার্চ-২ডি’র একটি রকেটের সাহায্যে গাওফেন-৬ উৎক্ষেপণ করা হয়।
একই সময়ে লোজিয়া নামের বৈজ্ঞানিক গবেষণামূলক অপর একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
লং মার্চ রকেট সিরিজের এটি ছিল ২৭৬ তম মিশন।