জয়পুরহাটে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা

264

জয়পুরহাট, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস)ঃ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের পক্ষে চেতনাবোধ সৃষ্টি ও শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের জন্য জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলাদা ভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জয়পুরহাটে ধলাহার উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন কুমার রায় শুদ্ধ সুরে জাতীয় স্গংীত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ধলাহার উচ্চ বিদ্যালয়ে ধলাহার ইউনিয়নের ৬টি উচ্চ বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার মোট ২ শত শিক্ষার্থী ও ১৮জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুক্তিযদ্ধের গবেষক ও সংগঠক আমিনুল হক বাবুল। ৯ ইউনিয়নে পর্যায়ক্রমে আয়োজিত শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৫টি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের সভ্রম হারানোর মধ্য দিয়ে এদেশ স্বাধীন হলেও শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করতে পারে না আমাদের শিক্ষার্থীরা। জাতীয় সংগীতের রচয়িতা বা সুরকার কে তাও জানে না। শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করতে পারা, মুক্তিযুদ্ধের পক্ষে চেতনাবোধ তৈরি ও জাতীয় সংগীতের প্রতি সম্মানবোধ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বলে জানান, প্রশিক্ষক আমিনুল হক বাবুল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ভৌমিকের তদারকিতে জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন কর্মশালার আয়োজন সারা বাংলাদেশে প্রথম কর্মসূচী বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। এ প্রশিক্ষণ কর্মশালা শেষে শুরু হবে জাতীয় সংগীত শুদ্ধভাবে প্ররিবেশন করার প্রতিযোগিতা।