বেরোবিতে নতুন শিক্ষকদের ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

304

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যোগদানকৃত নতুন শিক্ষকদের ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোববার সন্ধ্যায় ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত হয়।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে এবং ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নসের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসেন।
সভাপতির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, নানা কারনে পিছিয়ে থাকা বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন শিক্ষকদের এধরনের প্রশিক্ষণ বড় ভূমিকা পালন করবে। ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণে নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবান জানান উপাচার্য। এছাড়া পরবর্তী সময়েও নতুন যোগদান করা শিক্ষকদের এধরণের প্রশিক্ষণ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।