বাসস বিদেশ-৫ : ভারতে ট্রেন লাইনচ্যুত ॥ নিহত ৬, আহত ২০

142

বাসস বিদেশ-৫
ভারত-ট্রেন
ভারতে ট্রেন লাইনচ্যুত ॥ নিহত ৬, আহত ২০
নয়াদিল্লী, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রোববার অন্তত ছয় যাত্রী নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার ভোরে রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে সাহাদাই বুজুর্গ স্টেশনের কাছে দিল্লীগামী সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়।
ভারতের রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার বলেন, ‘এই দুর্ঘটনায় ৬ জন নিহত ও প্রায় ২৪ জন আহত হয়েছে।’
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে। জরুরী কর্মীরা লাইনচ্যুত বগিগুলো অপসারণ করছে।
উদ্ধারকারী দলের সদস্যরা প্রশিক্ষিত কুকুরের সাহায্যে ক্ষতিগ্রস্ত বগিগুলোর ভেতর আটকে পড়া যাত্রীদের খোঁজে তল্লাশী চালাচ্ছে।
স্থানীয় সময় ভোট চারটায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। ট্রেনটি ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে চলছিল।
ট্রেনের যাত্রী মহেশ কুমার সাংবাদিকদের বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেল এবং আমি নিজেকে ব্যাগের স্তুপের নিচে চাপা পড়া অবস্থায় পাই।’
প্রাথমিক তদন্তে রেললাইনে ত্রুটি বা ফাটলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেল কোম্পানি এই ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত সরকার রেলপথের নিরাপত্তা বাড়িয়েছে বলে দাবি করার কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটল।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়।
বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী পিযুশ গোয়েল শুক্রবার রেলপথ নিরাপদ হয়েছে বলে দাবি করেছিলেন।
উল্লেখ্য, বিহারে ২০১৬ সালে প্রায় দেড়শো লোক রেলদুর্ঘটনায় প্রাণ হারায়।
বাসস/কেএআর/১৫২০/জুনা