বাসস বিদেশ-১ : দ. চীন সাগরে বেইজিং ‘হুমকি ও বলপ্রয়োগ’ করছে বলে অভিযোগ করলেন ম্যাটিস

405

বাসস বিদেশ-১
এশিয়া-চীন-যুক্তরাষ্ট্র
দ.চীন সাগরে বেইজিং ‘হুমকি ও বলপ্রয়োগ’ করছে বলে অভিযোগ করলেন ম্যাটিস
সিঙ্গপুর, ২ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ স্থানে চীনের সামরিক স্থাপনা নির্মাণ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা মোতায়েন প্রতিবেশী দেশগুলোর ওপর হুমকি ও বলপ্রয়োগের জন্যই করা হয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস একথা জানান।
সিঙ্গাপুরে একটি উচ্চ পর্যয়ের নিরাপত্তা বৈঠককালে তিন একথা বলেন। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, কোরীয় উপদ্বীপকে ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়’ পরমাণু অস্ত্রমুক্ত করতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ অব্যহত রাখবে।
তিনি বলেন, বেইজিং দক্ষিণ চীন সাগরে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, ইলেক্ট্রনিক জ্যামারসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি মোতায়েন করেছে। সেখানে দেশটির একটি কৃত্রিম দ্বীপ তৈরি ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সামরিক উপস্থিতি জোরদার করছে।
এছাড়াও বেইজিং পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে যুদ্ধবিমান মোতায়েন করেছে।
বাসস/কেএআর/১০৫৫/এমএবি