বাসস ক্রীড়া-১৯ : নিউজিল্যান্ড সফর থেকে তাসকিনের নাম প্রত্যাহার

571

বাসস ক্রীড়া-১৯
তাসকিন-নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড সফর থেকে তাসকিনের নাম প্রত্যাহার
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাম পায়ের গোড়ালির আঘাতের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
খারাপ ফর্ম ও ইনজুরি কাটিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছিলেন তাসকিন। সিলেট সিক্সার্সের হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ২২ উইকেট শিকার করেন এ পেসার।
গতকাল টুর্নামেন্টে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় মোসাদ্দেক হোসেনের বাউন্ডারি দড়িতে একটি ক্যাচ নিতে গিয়ে বাম পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে বাধ্য হন দীর্ঘ দেহী এ পেসার। পরবর্তীতে জানা যায় তার লিগামেন্টে সমস্যা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ সাংবাদিকদের বলেন, ‘লিগামেন্টে সমস্যার কারণে তাকে সম্ভবত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘সে দারুণ ছন্দে ছিল এবং সাম্প্রতিক সময়ে বেশ ভাল করছিল। সেদিক থেকে এটা নিশ্চই একটা বড় ধাক্কা।’
নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাসকিনের পরিবর্তে পেসার এবাদত হোসেন অথবা শফিউল ইসলামকে ১৫ সদস্যের ডাকা হতে পারে।
বাংলাদেশ টেস্ট দলেরও সদস্য ছিলেন তাসকিন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাসস/স্বব/২০৩০/মোজা/এএমটি