বাসস দেশ-২৯ : শেষ হলো ২ দিনব্যাপী কবিতা উৎসব

317

বাসস দেশ-২৯
কবিতা-উৎসব- শেষ
শেষ হলো ২ দিনব্যাপী কবিতা উৎসব
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ‘বাঙালির জয়, কবিতার জয়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া দু’দিনব্যাপী কবিতা উৎসব আজ শেষ হয়েছে।
ঢাবি’র কেন্দ্রীয় গ্রন্থাগারের হাকিম চত্বরে এ উপলক্ষে কবিতা আবৃত্তি, একুশের গান, সেমিনার, আলোচনা, ছড়া আবৃত্তি ও কবিতা প্রদর্শনীসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়।
ভারত, তুরস্ক, যুক্তরাজ্য, চীন, শ্রীলংকা, উরুগুয়ে, কঙ্গো ও নেপাল থেকে আগত কবিসহ দেশের বিশিষ্ট কবিরা উৎসবে অংশ নেন।
এবারের উৎসবটি শহীদ আমানুল্লাহ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ড. শামসুজ্জোহা ও শহীদ মতিউরের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
স্বৈরাচারী শাসন থেকে মুক্তির স্লোগান নিয়ে ১৯৮৭ সালে জাতীয় কবিতা উৎসব শুরু হয়।
এর আগে বিশিষ্ট কবি আসাদ চৌধুরী ৩৩তম জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, পটুয়া কামরুল হাসান ও জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
জাতীয় কবিতা পরিষদ সভাপতি সামাদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাসস/এমএমএন/অনুবাদ-এইচএন/মহ/২০১৫/- জেজেড