বাসস ক্রীড়া-১৮ : প্লে-অফ নিশ্চিতের জন্য ১২৪ রান করতে হবে ঢাকাকে

324

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিপিএল
প্লে-অফ নিশ্চিতের জন্য ১২৪ রান করতে হবে ঢাকাকে
ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪২তম ও লিগ পর্বের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান করেছে খুলনা টাইটান্স। প্লে-অফ নিশ্চিত করতে হলে ১২৪ রান করতে হবে ঢাকাকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় খুলনা। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ২ রান করে ফিরেন। তিন নম্বরে নামা ইংল্যান্ডের ডেভিড মালান দুই অংকে পৌঁছানোর আগেই ৭ রানে থেমে যান।
তবে এরপরের ব্যাটসম্যানরা দু’অংকে পৌঁছাতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ১৮, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, নাজমুল হোসেন শান্ত ২৪, আল-আমিন-তাইজুল ইসলাম ১২ রান করে করেন। শেষ দিকে, ১টি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ রান করে খুলনা সম্মানজনক স্কোরে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় খুলনা। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১২৩/৮, ২০ ওভার (ওয়াইস ৩০*, শান্ত ২৪, রুবেল ২/২৭)।
বাসস/এএসজি/এএমটি/২০১৫/মোজা/স্বব