বাসস দেশ-২৫ : আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

294

বাসস দেশ-২৫
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ-ক্রিড়া প্রতিযোগিতা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ আজ ঢাকা সেনানিবাসস্থ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই খবর জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথি কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুর রহমান, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলীসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে প্রায় ১২ শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটদের আকর্ষণীয় মার্চপাস্ট ও শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে।
বাসস/আইএসপিআর/এসই/১৮৫০/অমি