বাসস বিদেশ-৫ : সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের নতুন হুমকি মোকাবেলায় জাতিসংঘে ভূমিকা রাখবে ফ্রান্স

566

বাসস বিদেশ-৫
ফ্রান্স- সন্ত্রাসবাদ- জাতিসংঘ
সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের নতুন হুমকি মোকাবেলায় জাতিসংঘে ভূমিকা রাখবে ফ্রান্স
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : সন্ত্রাসবাদে অর্থায়নের হুমকি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম জোরদার করবে- ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
এই খসড়ায় সন্ত্রাসী গ্রুপগুলোর আন্তর্জাতিক অর্থায়ন বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা থাকবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইস দিলাত্রি জাতিসংঘের এক সভায় বলেছেন, এই হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জড়িত থাকার ব্যাপারে অবশ্যই অব্যাহতভাবে আরো জোরালো সাড়া থাকতে হবে।
কাউন্সিলে গৃহিত ২০১৫ সালের সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল ইসলামিক স্টেট জিহাদী গ্রুপ ও আলকায়দা সংশ্লিষ্ট যোদ্ধাসহ বিভিন্ন ইসলামী গ্রুপের অর্থের সংস্থান বন্ধ করার থেকে নিষেধাজ্ঞা আরোপ।
বাসস/অনু- জেজেড/২১২৫/জেহক