বাসস সংসদ-৪ : উন্নত বাংলাদেশ গঠনে একাদশ সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : স্পিকার

163

বাসস সংসদ-৪
স্পিকার-স্বাগত বক্তব্য
উন্নত বাংলাদেশ গঠনে একাদশ সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : স্পিকার
সংসদ ভবন, ৩০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ গঠনে একাদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে ও সুশাসন প্রতিষ্ঠায় একাদশ সংসদের সকল সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ বিকেলে একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এক উন্নয়ন বিস্ময় হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন তরুণ সমাজের জন্য অপার সম্ভাবনার ধার উন্মোচন করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বাসস/এমএআর/১৮১০/বেউ/-অমি