রাশিয়া ও চীনের প্রতি পরমাণু কর্মসূচি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার আহবান যুক্তরাষ্ট্রের

210

বেইজিং, ৩০ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আরো স্বচ্ছতা বজায় রাখতে রাশিয়া ও চীনের প্রতি আহবান জানিয়েছে। দেশটির অভিযোগ রাশিয়া ও চীন তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পুরোপুরি তথ্য প্রকাশ করে না। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ বিষয়ে আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠকে মিলিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সিনিয়র এক কর্মকর্তা এমন আহবান জানালেন।
অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থমসন বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় আরো স্বচ্ছতার প্রচেষ্টার প্রেক্ষিতে ‘অসঙ্গত ফল’ পাওয়া গেছে।
থমসন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমরা এরআগে তথ্য দেয়ার একটি সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণে সম্মত হলেও একদিকে যুক্তরাষ্ট্রের এবং অপরদিকে রাশিয়া ও চীনের দেয়া তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
তিনি বলেন, ‘আমি স্বচ্চতা মানকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিতে পারছি না।’
এক্ষেত্রে ‘স্বচ্ছতা কিভাবে জোরদার করা যায় সে ব্যাপারে আমরা আলোচনার অপেক্ষায় রয়েছি।’
রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন। বৈঠকটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।