কনস্যুলার কর্মকর্তাদের পল হোয়েলানের সাথে সাক্ষাতের অনুমতি দিয়েছে রাশিয়া : ব্রিটিশ দূতাবাস

253

মস্কো, ৩০ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): ব্রিটেনের আবেদনের প্রেক্ষিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক থাকা পল হোয়েলানের সাথে কনস্যুলার কর্মকর্তাদের সাক্ষাতের অনুমতি দিয়েছে মস্কো। এখন এ সাক্ষাতের প্রস্তুতি নেয়া হচ্ছে। মঙ্গলবার দূতাবাসের এক প্রতিনিধি একথা জানান। খবর তাসের।
তিনি আরো জানান, ‘রুশ সরকারি সংস্থাগুলো মস্কোয় বন্দি ব্রিটিশ নাগরিকের সাথে কনস্যুলার কর্মকর্তাদের সাক্ষাতের আয়োজন করেছে। এখন ব্রিটিশ দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা আটক এ নাগরিকের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছে।’
মার্কিন নাগরিক হওয়া ছাড়াও পল হোয়েলানের ব্রিটিশ, আইরিশ ও কানাডীয় পাসপোর্ট রয়েছে। ফলে বিচারপূর্ব আটক কেন্দ্রে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, আইরিশ ও কানাডীয় দূতাবাসের কূটনীতিকরা তার সাথে দেখা করেছেন।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, গত ২৮ ডিসেম্বর তারা গুপ্তচরবৃত্তির অভিযোগে হোয়েলানকে আটক করে। ক্রিমিনাল কোডের ২৭৬ ধারায় তারা বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে হোয়েলানের ১০ থেকে সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।