বাসস দেশ-৩৬ : নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী

572

বাসস দেশ-৩৬
জরিপ-ফলাফল নির্বাচন
নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী। গবেষণা ও যোগাযোগ কৌশল উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’-এর জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘একাদশ জাতীয় সংসদ’ সংক্রান্ত এই জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট গবেষক ড. আবুল হাসনাত মিল্টন।
দুই হাজার ১১২ জন মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর টেলিফোনের মাধ্যমে এই জরিপ করা হয়। এর মধ্যে এক হাজার ৪৭৬ জন জরিপে সাড়া দেন।
জরিপ অনুযায়ী সাড়া প্রদানকারীদের ৭৯ দশমিক ৫৪ শতাংশ লোক গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেয়া লোকদের মধ্যে মোট এক হাজার ৪৭ জন জানান, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
৬৮ দশমিক ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা মনে করেন এই ভোট সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। ২৪ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ভোট মাঝারি ধরনের গ্রহণযোগ্য হয়েছে। ৯৭ দশমিক ৯৪ শতাংশ ভোটার নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গবেষক ও অনুষদ সদস্য কাজী আহমেদ পারভেজ, কলরেডির চীফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম, কলরেডির গবেষণা বিষয়ক সমন্বয়ক মো. মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/অনু-জেহক/২১৪০/বেউ/-কেএমকে