বাসস দেশ-৩২ : যেসকল পণ্য আমদানি করা হয় তা দেশে উৎপাদনে সরকার জোর দিচ্ছে

333

বাসস দেশ-৩২
বিডা-সাক্ষাৎ
যেসকল পণ্য আমদানি করা হয় তা দেশে উৎপাদনে সরকার জোর দিচ্ছে
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : যেসকল পণ্য আমদানি করা হয় তা দেশে উৎপাদনের উপর জোর দিয়েছে বর্তমান সরকার।
এক্ষেত্রে যেকোন ধরণের সহযোগিতা প্রদানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রস্তুত রয়েছে বলে সংস্থার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম জানান।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম। এর ফলে বিশ্ব বাজারের সাথে যেমন- চীন, ভারত উৎপাদনের ক্ষেত্রে প্রতিযোগিতা সহজ।
বাসস/সবি/এমএসএইচ/১৯২০/কেজিএ