‘বুদ্ধিমান’ ডি ব্রুইনা ম্যানসিটির জন্য গুরুত্বপুূর্ণ : গার্দিওলা

195

লন্ডন, ২৭ জানুয়ারি ২০১৯ (বাসস) : এফএ কাপ ফুটবল টুর্নামেন্টে বার্নলির বিপক্ষে ৫-০ গোলে জয় পাওয়া ম্যাচে কেভিন ডি ব্রুইনার পারফরমেন্সের প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
শনিবার ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেন হাঁটুর ইনজুরি থেকে ফেরা বেলজিয়ান প্লে-মেকার ডি ব্রুইনা। যেখানে নিজের ফিটনেস ফিরে পাবার প্রমাণ দিয়েছেন তিনি। ওই ম্যাচে সতীর্থ বার্নার্ডো সিলভার দেয়া গোলের যোগানদার ছিলেন এই বেলজিয়ান। কেভিন লংয়ের আত্মঘাতী গোলের বলটিও এসেছিল ডি ব্রুইনার ক্রস থেকে। যে কারণে কোচ গার্দিওলার প্রশংসা আদায় করতে সক্ষম হয়েছেন ২৭ বছর বয়সি এই প্লে-মেকার।
গার্দিওলা বলেন, ‘আমরা তার মান সম্পর্কে অবগত। দীর্ঘদিনের ইনজুরি থেকে ফিরে একজন খেলোয়াড়ের পক্ষে এমন মান বজায় রাখা সহজ নয়। সে ছন্দ ফিরে পাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এই কারণেই আমরা খেলোয়াড়দেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সময় দিয়ে থাকি। যাতে সে নিজের সেরাটা বের করে আনতে পারে।’
গার্দিওলা বলেন, ‘এই ম্যাচেও আমরা ডি ব্রুইনার ক্ষেত্রে সেটি করেছি। সে খুবই বুদ্ধিমান, তাই তাকে আমাদের প্রয়োজন। সে বুদ্ধি দিয়ে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। ম্যাচে আমাদের প্রচুর সহায়তা করেছে।’