নাটোরে শিক্ষার্থীদের পানিরপাত্র ও টিফিন বক্স দিলেন সংসদ সদস্য শিমুল

391

নাটোর, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ব্যক্তিগত অর্থায়নে পানিরপাত্র ও টিফিন বক্স প্রদান করলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের কান্ডারী। তাই শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের বহুতলভবন নির্মাণ, প্রযুক্তিনির্ভর যুগোপযোগী শিক্ষার প্রবর্তন ইত্যাদি উল্লেখযোগ্য।
শিক্ষার্থীদের সরকারী এসব সুবিধার সদ্ব্যবহার করে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়ে সংসদ সদস্য শিমুল বলেন, তবেই আমাদের দেশ উন্নত দেশের অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. রাজ্জাকুল ইসলাম অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন স্বাগত বক্তব্য দেন।