জুয়ানকে সমর্থনের আহ্বান ওয়াশিংটনের নিযুক্ত ভেনিজুয়েলার সামরিক এ্যাটাশের

230

ওয়াশিংটন, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ওয়াশিংটনে নিযুক্ত ভেনিজুয়েলার সামরিক এ্যাটাশে শনিবার দেশটির ন্যাশনাল এসেম্বিলির প্রধান জুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেয়ার জন্য ‘সেনাবাহিনীতে তার ভাইদের’ প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনিজুয়েলার সামরিক এ্যাটাশে কর্নেল জোসে লুইস সিলভা বলেন, ‘এই প্রতিরক্ষা এ্যাটাশে নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাকে একজন দখলদার হিসেবে বিবেচনা করছে।প্রতিরক্ষা এ্যাটাশে অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে জুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এই অবস্থান ভেনিজুয়েলার সংবিধান ও আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। গুয়াইদোকে সমর্থন দেয়ার জন্য আমি সেনাবাহিনীতে কর্মরত আমার ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।’