বাসস ক্রীড়া-১০ : সালাহকে ‘তিন সপ্তাহের বেশি’ মাঠের বাইরে থাকতে হবে না

474

বাসস ক্রীড়া-১০
সালাহ-বিশ্বকাপ
সালাহকে ‘তিন সপ্তাহের বেশি’ মাঠের বাইরে থাকতে হবে না
কায়রো, ৩১ মে, ২০১৮ (বাসস/এএফপি) : আসন্ন রাশিয়া বিশ্বকাপে মিশরের হয়ে এখনো মোহাম্মদ সালাহর খেলার সম্ভাবনা আছে। মিসরীয় ফুটবল এসোসিয়েশন গতকাল জানিয়েছে, ইনজুরিতে পড়া লিভারপুল স্ট্রাইকারকে তিন সপ্তাহের ‘বেশি’ মাঠের বাইরে থাকতে হবে না।
স্পেনে চিকিৎসাধীন থাকা সালাহর সঙ্গে এসোসিয়েশনের সভাপতি হানি আবু রেদা এবং দলের ডাক্তারের সাক্ষাতের পর ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘ফেডারেশন দৃঢ়তার সঙ্গে বলছে যে, আল্লাহর ইচ্ছায় সালাহ বিশ্বকাপে খেলবে এবং তাকে তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে না।’
তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে অন্তত ১৭ জুনের আগে খেলায় ফিরতে পারবেন না সালাহ। অর্থাৎ বিশ্বকাপে এ গ্রুপে ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে মিসরের ম্যাচে খেলতে পারছেন না তিনি। গ্রুপ পর্বে ১৯ জুন রাশিয়া ও ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে খেলবে মিসর।
গত ২৬ মে কিয়েভে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে লিভারপুলের পরাজিত হওয়া ম্যাচে ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনের জন্য রোববারই ভ্যালেন্সিয়ায় পৌঁছান সালাহ।
১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া মিসরের আশা-আকাংখার প্রতীক সালাহ।
বাসস/এএফপি/স্বব/১৯১৫/-এএমটি