বাসস ক্রীড়া-৫ : দিবা-রাত্রির টেস্টে শ্রীলংকার বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া

163

বাসস ক্রীড়া-৫
অস্ট্রেলিয়া-শ্রীলংকা
দিবা-রাত্রির টেস্টে শ্রীলংকার বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া
ব্রিজবেন, ২৫ জানুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : অভিষেক টেস্ট খেলতে নামা মার্নাস লাবুসচেঞ্জ ও ট্রভিস হেডের জোড়া হাফ সেঞ্চুরিতে ব্রিজবেনে দিবা-রাত্রির ম্যাচের দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার বিপক্ষে চালকের আসনে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে শ্রীলংকার করা ১৪৪ রানের জবাবে হেডের ৮৪ এবং লাবুসচেঞ্জের ৮২ রানের সুবাদে অস্ট্রেলিযার প্রথম ইনিংস থামে ৩২৩ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে ১৭৯ রান লীড পায় স্বাগতিকরা। শ্রীলংকা সুনঙ্গ লাকমাল ৭৫ রানে শিকার করেন ৫ উইকেট।
দ্বিতীয় দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়ে পড়ে শ্রীলংকা।
দিন শেষে এক উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে সফরকারীরা। ব্যক্তিগত ৩ রানে প্যাট কামিন্সের বলে আউট হন ওপেনার দিমুথ করুনারতেœ। ৬ রানে অপরাজিত আছেন অপর ওপেনার লাহিরু থিরিমান্নে। দ্বিতয়ি দিন শেষে হাতে ৯ উইকেট নিয়ে এখনো ১৬২ রানে পিছিয়ে লংকানরা।
সুরঙ্গ লাকমালের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হেড। অর্থাৎ এই গ্রীষ্মে ভারত ও শ্রীলংকার বিপক্ষে নয় ইনিংসে অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যানই এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পেলেন না।
অভিষেক টেস্ট খেলতে নাম লাবুসচেঞ্জ সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ১৫০ বলের ধৈর্যশীল ইনিংস খেলে থিরিমান্নের বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
ইনিংসের শেষ দিকে দ্রুত উইকেট হারায় অসিরা। ২১ বল মোকাবেলা করেও রানের খাতা খোলার আগে দুসমন্ত চামিরার বলে নিরোশান ডিকবেলার হাতে ক্যাচ দিয়ে আউট হন প্যাট কামিন্স।
রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক টিম পাইনও। মোকাবেলা করা প্রথম বলেই কট আউট হন তিনি। তবে কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন নতুন মুখ কার্টিস প্যাটারসন। ৮০ বল মোকাবেলায় ৩০ রান করে লাকমালের বলে লেগ বিফোরের পাঁদে পড়েন প্যাটারসন।
শেষ ব্যাটসম্যান হিসেবে ঝাই রিচার্ডসন আউট হওয়ার আগে চার বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে ২৬ রান করেন পেসার মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ১৪৪ ও ১৭/১
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:৩২৩( হেড ৮৪, লাবুসচেঞ্জ ৮১: লাকমাল ৫/৭৫)।
বাসস/এএফপি/স্বব/১৭৪০/এমএইচসি