বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা জীবন উন্নয়নে ভূমিকা রাখেতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

366

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা জীবন উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী এবং বার্ষিক সাধারণ সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে অনুষ্ঠিত এই পুনর্মিলনীর উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার স্বাগত বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার ধন্যবাদ জ্ঞাপন করেন।