বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডে জিতলো ভারত

177

নেপিয়ার, ২৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বোলারাদের নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
নেপিয়ারে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ডান-হাতি পেসার মোহাম্মদ সামি বল হাতে ভারতকে ভালো সূচনা এনে দেন। ১৮ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে বিদায় দেন সামি। ওপেনার মার্টিন গাপটিল ৫ ও কলিন মুনরো ৮ রান করেন।
এরপর ব্যাট হাতে এক প্রান্ত আগলে লড়াই করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে অন্যপ্রান্ত দিয়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের শিকার করেন ভারতের তিন স্পিনার যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব ও কেদার যাদব। এরমধ্যে বেশি ভয়ংকর ছিলেন কুলদীপ। প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে শিকার করেন তিনি। সাথে চাহালের ২, কেদারের ৪ ও সামির আরও ১ উইকেট শিকাওে শেষ পর্যন্ত ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন উইলিয়ামসন। তার ৮১ বলের ইনিংসে ৭টি চার ছিলো।
জবাবে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাটিং নৈপুন্যে ৮৫ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় ভারত। আরেক ওপেনার রোহিত শর্মা ১১ রানে ফিরে গেলে দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক বিরাট কোহলির সাথে ৯১ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করে দেন ধাওয়ান। কোহলি ৪৫ রানে থামলেও আম্বাতি রাইদুকে নিয়ে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ধাওয়ান। কিন্তু জয় থেকে যখন ১ রান দূরে ভারত। তখনই সূর্যের কারণে খেলা বন্ধ হয়ে যায়। সূর্য এমন এক জায়গায় অবস্থান করছিলো, যার আলো সরাসরি এসে পড়ে ব্যাটসম্যানদের চোখে। ফলে বৃষ্টি আইনে জয় পায় ভারত।
৬টি চারে ১০৩ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। ১৩ রানে অপরাজিত থাকেন রাইদু। ম্যাচ সেরা হয়েছেন ভারতের সামি।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৫৭/১০, ৩৮ ওভার (উইলিয়ামসন ৬৪, টেইলর ২৪, সামি ৩/১৯)।
ভারত : ১৫৬/২, ৩৪.৫ ওভার (ধাওয়ান ৭৫*, কোহলি ৪৫, ব্রেসওয়েল ১/২৩)।
ফল : বৃষ্টি আইনে ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মোহাম্মদ সামি (ভারত)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।