বাজিস-৬ : ঝালকাঠিতে ২৩ হাজার ৭৩৫ হেক্টর জমিতে রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

140

বাজিস-৬
ঝালকাঠি-রবি ফসল
ঝালকাঠিতে ২৩ হাজার ৭৩৫ হেক্টর জমিতে রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
ঝালকাঠি, ২৩ জানুয়ারি ২০১৯ (বাসস) : জেলায় নিবিড় রবি ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ২৩ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বোরো আবাদ করা শুরুর মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত ছয়মাস রবি ফসল উৎপাদন কর্মসূচির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৮ হাজার ২২৫ হেক্টর, নলছিটি উপজেলায় ৭ হাজার ৮৫৬ হেক্টর, রাজাপুর উপজেলায় ২ হাজার ৪৭৫ এবং কাঠালিয়া উপজেলায় ৪ হাজার ৫১৭ হেক্টরে রবি ফসল আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে। রবি ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ৯ হাজার ৫৭৫ হেক্টরে বোরো চাষ শুরু হয়েছে। বিগত বছরের চেয়ে এ বছর ১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গম, ভুট্টা, আলু, মিষ্টি আলুসহ জেলায় ৮৪০ হেক্টরে, সবজি, সরিষা, বাদাম, তিল, সূর্যমুখী এবং তৈল জাতীয় ফসল চাষাবাদের জন্য ১ হাজার ৩৪৬ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে। খেসারী, মুশুর, ছোলা, মুগ, মটর, ফেলন ও মাসকলাইসহ ডাল জাতীয় ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ৯ হাজার ৯৮৫ হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া এ মসলা জাতীয় ফসল উৎপাদনের জন্য ১ হাজার ১৭৪ হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া মিল বহির্ভুত চুয়িং ভ্যারাইটির ১৩৩ হেক্টরে আখ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের রবি ফসল উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছে। এছাড়া কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবারহ করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৫৩০/নূসী