শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর ও গ্রিক প্রধানমন্ত্রীর অভিনন্দন

464

ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : চতুর্থবারের মতো এবং টানা তৃতীয় বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর ড. এ্যাঞ্জেলা মার্কেল ও গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস টিসিপ্রাস অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় মার্কেল বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন মেয়াদে আমি আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।’
মার্কেল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য কামনা করেন।
তিনি বলেন, অংশীদারিত্বের চেতনায় জার্মানি বাংলাদেশের পাশে তার অবস্থান অব্যাহত রাখতে অঙ্গীকারাবদ্ধ। জার্মান চ্যান্সেলর প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন।
গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস টিসিপ্রাস তার অভিনন্দন বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদে দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাবে বলে আমি দৃঢ় আশাবাদী।’ অভিনন্দন বার্তায় তিনি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাফল্য কামনা করেন।