তিন ফর্মেটেই বর্ষসেরার খেতাব জিতে ইতিহাস গড়লেন কোহলি

157

দুবাই, ২২ জানুয়ারি ২০১৯ (বাসস) : ২০১৮ সালে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটি পুরস্কার জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন তিনি।
কোহলি আইসিসির বর্ষ সেরা খেলোয়াড় স্যার গ্যারিফিল্ড সোবার্স, বর্ষ সেরা টেস্ট খেলোয়াড় ও বর্ষ সেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেন।
গত বছর ১৩টি টেস্ট ম্যাচে ৫৫ দশমিক ০৮ গড়ে ৫টি সেঞ্চুরিসহ ১,৩২২ রান করেছেন কোহলি। এছাড়া ১৪টি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরিতে ১৩৩ দশমিক ৫৫ গড়ে ১,২০২ রান করেন তিনি। ১০টি টি-২০ ম্যাচে ২১১ রান ছিলো তার।
আইসিসির ভোটিং প্রক্রিয়ায় তালিকায় সবার উপরে ছিলেন কোহলি। গ্যারিফিল্ড সোবার্স ট্রফি ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব জয়ের পথে এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে পেছনে ফেলেন তিনি। আর ওয়ানডেতে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে সেরা হন কোহলি।
তিন ফরম্যাটেই আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ের পর এক বিবৃতিতে কোহলি বলেন, ‘এটি আশ্চর্যজনক মনে হয়। পুরো বছর জুড়ে যে পরিমান পরিশ্রম করেছি এটা তারই পুরস্কার । আমি সত্যিই কৃতজ্ঞ ও খুবই খুশি আমার পারফরমেন্স চলাকালীন দল ভালো করেছে।’
মর্যাদাপূর্ণ এই তিনটি পুরস্কার জয়ের পাশাপাশি আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও মনোনীত হয়েছেন কোহলি।
এছাড়া বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্থ। আইসিসির স্পিরিট অব খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।