রংপুরের বিপক্ষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৮১ রান

194

ঢাকা, ২২ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করেছে খুলনা টাইটান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রংপুর রাইডার্স। ব্যাটিং-এ নেমে মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় লড়াকু স্কোর পায় খুলনা। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন।
এছাড়া জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ২০ বলে ৩২, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২০ বলে ২৯ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। রংপুরের ফরহাদ রেজা ৩২ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১৮১/৬, ২০ ওভার (শান্ত ৪৮, টেইলর ৩২, ফরহাদ ৪/৩২)।